প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯
হাজী লোকমান পাবলিক স্কুলের শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির। হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. আরিফুর রহমান। স্কুলের শিক্ষিকা মাইশা আক্তারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা মারিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, মুক্তা রাণী, মুনমুন আক্তার, হাসান গাজী , জান্নাত আক্তার সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।