প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০০
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল
শাহরাস্তি উপজেলার পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফয়েজ টিটু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শুক্রবার রাত ১২ টায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি...... রাজিউন)। শাহরাস্তি উপজেলার সর্বজনশ্রদ্ধেয় এই গুণী শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন। ইতিপূর্বে তিনি ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন থাকার পরও বিদ্যালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। শুক্রবার রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পৌর এলাকার সোনাপুর পাটোয়ারী বাড়ির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী সাহানারা বেগম বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। তিনি সোনাপুর আঃ রব পাটোয়ারীর কনিষ্ঠ পুত্র। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতি, শাহরাস্তি প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।