বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ২২:১৩

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধানগণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়গুলোর এডহক কমিটির জমিদাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আমি আশা করি এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়বে আগামীতে। শিক্ষার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা ক্যাম্পেইন বাড়াতে হবে। আগে সমাপনী পরীক্ষা ছিল, বাচ্চাদের প্রতি এটা একটি চাপ ছিল। এখন আর পাবলিক পরীক্ষা নাই। তাই তোমাদের উপর তেমন চাপ পড়বে না। বার্ষিক পরীক্ষায় তোমরা সবাই পাস করবে। তোমরা পাস করে পাশের প্রতিষ্ঠানে ভর্তি হবে। এ প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা। উনি এ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। তোমাদের বিষয়ে যখনই কোনো মেসেজ আসে আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি। পড়ার সাথে সাথে লেখালেখিও করতে হবে।

তিনি বলেন, এ বছর যাদের স্কুল ড্রেস লাগবে, যারা অসহায় তাদের তালিকা করবেন। ওই তালিকা অনুযায়ী আমার পক্ষ থেকে স্কুল ড্রেস দেয়া হবে। পরীক্ষা প্রতিযোগিতা হবে। তাই পরীক্ষায় কীভাবে ভালো করবে, সেজন্য প্রিপারেশন নিতে হবে। সরকারের পক্ষ থেকে অনেক সাপোর্ট দেয়, আমিও আমার ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো। তোমাদের মধ্যে মানবিক গুণাবলি থাকতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো। ভালো ফলাফল ধরে রাখতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়গুলোর ফলাফল আগের থেকে ভালো হচ্ছে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারী শিক্ষক মো. কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারী শিক্ষক মো. ইয়াসিন খানসহ অন্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়