প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৪৬
বাগাদী জনতা উচ্চ বিদ্যালয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার

জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
রোববার (২৪ নভেম্বর ২০২৪) চাঁদপুর সদর উপজেলার বাগাদী জনতা উচ্চ বিদ্যালয়ে দুদক কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রকের সদস্য খায়রুল আহছান সুফিয়ান, রোকেয়া আক্তার প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।