রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২২:১০

তালুকদার একাডেমি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহরাস্তি ব্যুরো
তালুকদার একাডেমি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহরাস্তির তালুকদার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন অতিথিবৃন্দ

শাহরাস্তি উপজেলার তালুকদার একাডেমি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার স্কুল মাঠে তালুকদার একাডেমির পরিচালক হাসান আহমেদের সঞ্চালনায় বিদ্যালয়ের চেয়ারম্যান মনজুর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা শিক্ষক সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এরপর কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান ও শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪-এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ ও অভিভাবক সদস্য বেলাল হোসেন । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, মৌলভী আকরাম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বিএসসি।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

অনুষ্ঠান শেষে সম্মানিত সভাপতি সকল শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আরো ভালোভাবে আয়োজন করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়