প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৩:২৪
কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা
কচুয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৬টি কেন্দ্রে ২ হাজার ২শ' ৬০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সাচার উচ্চ বিদ্যালয়, পালাখাল উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীগণ টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তির জন্যে বিবেচিত হবে।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান। এছাড়া এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন, শিক্ষা সচিব আলমগীর হোসেন চৌধুরীসহ এসোসিয়েশনের অন্য নেতৃবৃন্দ, সাংবাদিকগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।