প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:৫২
শাহারাস্তি সুচিপাড়া ডিগ্রি কলেজে প্রবেশ করতে হবে তিন ফুট দূরুত্ব মেনে
কলেজের দুটি গেইটে টাঙ্গানো আছে 'নো মাস্ক, নো এন্ট্রি' ব্যানার। ভেতরে ৩টি করে ৬টি দীর্ঘ দাগ টানা সারি। প্রতিটি সারিতে তিন ফুট দূরুত্ব রেখে বৃত্ত অঙ্কন করেছে শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ। কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কলেজ থেকে গঠন করা হয়েছে ৭ সদস্যের মনিটরিং সেল। প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়া রীতি মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।
|আরো খবর
ক্লাসে শিক্ষকের পাঠদানেরর সময় শেষ হলেও শ্রেণি ত্যাগ না করতে বলা হয়েছে। পরবর্তী প্রিয়ডের শিক্ষক ক্লাসে যাওয়া ছাড়া আরেকজন শিক্ষক ক্লাস ত্যাগ করবেন না। এতে করে শিক্ষার্থীরা নির্ধারিত আসনে বসা থাকবে। ক্লাসেও শৃঙ্খলা বজায় থাকবে।
কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল কালাম জানান, পুরো ক্যাম্পাসে সচেতনতামূলক ব্যানার পেস্টুন টানানো হয়েছে। যেন তা পড়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হয়। কলেজের রোভার স্কাউটকে সাথে নিয়ে পুরো কলেজে ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে। শুধু কলেজের মূল ভবন নয়, মাঠ থেকে শুরু করে গেইটের সামনে পর্যন্ত প্রতিটি স্থানকে জীবানুমুক্ত করার চেষ্টা চালানো হয়েছে।
কলেজের দু'টি গেটই সচল থাকবে। ১টি গেট দিয়ে ছাত্ররা প্রবেশ করবে, অপর গেট দিয়ে ছাত্রীরা প্রবেশ করবে। কলেজে স্টুডেন্ট বেশি থাকায় একাদশ শ্রেণির সম্পূর্ণ ও দ্বাদশ শ্রেণির একাংশ ডাকা হয়েছে ১২ তারিখ। দ্বাদশ শ্রেণির বাকি স্টুডেন্টদের ক্লাস হবে পরদিন ১৩ সেপ্টেম্বর।