সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২২:৫১

রহিমানগর ডিগ্রি কলেজের সভাপতি হলেন নাজমুন নাহার বেবী

মোহাম্মদ মহিউদ্দিন
রহিমানগর ডিগ্রি কলেজের সভাপতি হলেন নাজমুন নাহার বেবী
নাজমুন নাহার

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার তাঁকে এ কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি পদে অনুমোদন দেন। কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নাজমুন নাহার বেবী কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এক প্রতিক্রিয়ায় নাজমুন নাহার বেবী বলেন, আমাকে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই। পাশাপাশি ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির সুনাম অব্যাহত রেখে গুণগত ও সময়োপযোগী শিক্ষার মান এগিয়ে নিতে চেষ্টা করবো। এজন্যে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়