প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২১:৪১
কামিল ও ফাযিল মাদরাসার এডহক কমিটির সভায় জেলা প্রশাসক
আমরা মাদরাসায় গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই
চাঁদপুর সদর উপজেলার ৩টি কামিল ও ৭টি ফাযিল মাদরাসার নবাগত এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আগমন-প্রস্থান নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধান। মাদ্রাসায় শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। ক্লাসগুলো নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা এনটিআরসিএ'র শূন্য পদের চাহিদা দেবেন। বিশ্ববিদ্যালয় পদ সৃষ্টি করলে এবং মন্ত্রণালয় অনুমোদন দিলে আপনারা নিয়োগ দিবেন। যারা এডহক কমিটির সদস্য আছেন, তারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আমাদের কোয়ালিটিপূর্ণ পড়াশোনা হারিয়ে যাচ্ছে। শিক্ষকরা কঠোর হলে ছাত্ররা পড়াশোনায় থাকতে বাধ্য হবে। আপনারা প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের হাজিরা নিবেন। শিক্ষক যদি ঠিক থাকে, তাহলে অভিভাবকরা খুশি হবে। সর্বোপরি পাঠদান নিশ্চিত করবেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রয়োজন হলে আবেদন করবেন, আমরা সুপারিশ করে আইসিটি মন্ত্রণালয়ে পাঠাবো। আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ঠিক তো সব ঠিক। তাই প্রধানকে যথাসময়ে প্রতিষ্ঠানে যেতে হবে। একজন শিক্ষক কোথায় থাকে, তা দেখার বিষয় নয়। তিনি শিক্ষক, প্রতিষ্ঠানে তাকে উপস্থিত থাকতেই হবে। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদরাসা শিক্ষা আধুনিক করতে চাই আমরা।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, শাহতলী কামিল মাদরাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভায় মাদ্রাসার পক্ষ থেকে অংশ নেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, ওসমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দাসাদী ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকী, চাঁদপুর আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দিন, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বাগাদী আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ খান, গাজীপুর হরিপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবি মোস্তফা হামিদী, মান্দারী ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, চাঁদপুর আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, বাগাদী আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ.কে.এম. নেয়ামত উল্লাহ, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক মাওলানা মাহফুজ উল্লাহ খান, গাজীপুর হরিপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাতা সদস্য মোজাম্মেল, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আবু জাফর, ওসমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য নাজমুল শাহাদাত, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য বিলাল হোসাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন মজুমদার সহ অন্যরা।