প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:১৮
তিন কর্মদিবসের মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের
'২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না'
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রারের দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে নতুন ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের জন্যে সরকারের কাছে দাবি জানান তারা।
|আরো খবর
লিখিত বক্তব্যে তারা বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বৈরাচারী উপাচার্য ড. মো. নাছিম আখতারকে তার উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক উপাচার্যকে পদ থেকে অপসারণের পর এখনো পর্যন্ত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বিগত ৪ মাস যাবৎ ক্লাসে বসতে পারছে না। শিক্ষার্থীরা এ জন্যে চরম হতাশায় রয়েছে।
সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান। তিনি আরো বলেন, চাঁবিপ্রবি'র অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগপ্রাপ্ত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা এখানো ভর্তি হতে পারছে না। যার কারণে তাদের শিক্ষাজীবন এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। আমাদের সম পর্যায়ের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। আমরা চাই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বিতর্কিত নয় এমন যথাযোগ্য একজনকে উপাচার্য হিসেবে অতি দ্রুত নিয়োগ দেয়া হোক। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে যদি আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে সামনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানান চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসান, মো. তাহমিদ, আইটি বিভাগের শিক্ষার্থী মো. নেহাল, মাহমুদুল হাসান, ফ্যালকন সৌরভ, নাফিউল ও আহসান হাবীব (বিবিএ) উপস্থিত ছিলেন।