শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৫৭

বেরোবির দুই শিক্ষক ও ৭২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ

মো: জাকির হোসেন
বেরোবির দুই শিক্ষক ও ৭২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ
উপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় মিষ্টি বিতরণ। নিচে সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। (ছবি সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তারাসহ ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে বেরোবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানিয়েছেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সিন্ডিকেট সভায় ১০ জন সদস্যের মধ্যে আট জন উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়েছে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদ মন্ডল এবং সাত কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কারের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে তাদেরকেও বহিষ্কার এবং সবার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়