প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:৩০
শাহরাস্তিতে পাসের হার এইচএসসিতে ৮৬ ভাগ ও আলিমে ৯১ ভাগ
জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন

শাহরাস্তি উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৬.২৮ ভাগ, আর আলিম পরীক্ষায় ৯০.৯১ভাগ। এই উপজেলার ৬টি কলেজ হতে ১৩৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১৬৩ জন উত্তীর্ণ এবং ১৮৫ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়। এবারের পরীক্ষায় সূচিপাড়া ডিগ্রি কলেজ থেকে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শাহরাস্তি উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ২৩১জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ২১০জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২১ জন শিক্ষার্থী। এবারের আলিম পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চিতোষী ডিগ্রি কলেজ থেকেএইচএসসি বিএম পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। বিএম পরীক্ষার ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।