প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:৪০
চাঁদপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী ডি-নথি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
৫ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর-এর বাস্তবায়নে একদিনের ডি-নথি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি (তথ্য ও ব্যবস্থাপনা বিভাগ)-এর পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদার। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমডি-এর অপারেশন ম্যানেজার শেখ সাঈদুর রহমান এবং এটুআই (A2I)-এর কনসালট্যান্ট সুমন খান।
|আরো খবর
চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন আইএমডি-এর সহকারী প্রোগ্রামার মোঃ আশ্রাফুল আলম ও মোঃ হাবিব উল্যাহ।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
উল্লেখ্য, প্রধান অতিথি মহিউদ্দীন আহমেদ তালুকদার হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮০ ব্যাচের মেধাবী ছাত্র। তাঁর মরহুম পিতা কামাল উদ্দিন আহমেদ তালুকদার একই বিদ্যালয়ের খ্যাতনামা প্রধান শিক্ষক ছিলেন।