প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ২৩:৫৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে
|আরো খবর
১০ম গ্রেড প্রাধান শিক্ষদের ৯ম গ্রড প্রদানের দাবিতে,
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।
২ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের রাস্তায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ২শত শিক্ষক ও শিক্ষিকা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ খান, মজিদপুর দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম রাজ, জগন্নাথপট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা , উত্তর বালশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,
পশ্চিম বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াস হোসেন, হাঁসাড়া ঢালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী সুলতানা, পাকিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বেগম, পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সিদ্দিকী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্বারকলিপি জমা দেন তারা।