প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭
ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণি শিক্ষার জন্য প্রস্তুত হচ্ছে
করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেই শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরের স্কুল খোলার আভাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রস্তুতি নিতে শুরু করলেও তা' আবার থেমে যেত। ফলে কবে নাগাদ শিক্ষার্থীরা আবার শ্রেণি কক্ষে ফিরবে, এই চিন্তায় ব্যাকুল ছিল প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে সকল পর্যায়ের কর্তৃপক্ষ। অবশেষে শিক্ষা মস্ত্রী ডা: দীপু মনি'র ঘোষণা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ক্লাস শুরু চিঠি আসার প্রেক্ষিতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রায় দেড় বছর পর আবারো ক্লাস ফিরবে শিক্ষার্থীরা।
|আরো খবর
ফলে শেষ পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে এই চিত্র দেখা গেছে। গুপ্টি পশ্চিম ইউনিয়নের লতিফগঞ্জ সিনিয়র মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পুরো মাঠ জুড়ে দীর্ঘদিন পড়ে থাকা আর্বজনা এবং নির্মাণকাজের ব্যবহৃত জিনিসপত্রাদি সরিয়ে নিচ্ছে লোকজন। মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে মাঠের ঘাস পরিস্কার করতে দেখা গেছে।
রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কোরবানীর পশুর হাট এবং বিদ্যালয়ের নির্মাণ কাজে মাঠটি ব্যবহার করা হলেও এখন পর্যন্ত তা শিক্ষার্থীদের ব্যবহার উপযোগি হয়নি। তবে শ্রেণি কক্ষগুলো পরিস্কার পরিচ্ছন্ন রয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন জানান, ইতিপুর্বে আমরা মাদ্রাসার সকল কাজ গুছিয়ে রাখলেও আগামী ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর ঘোষণার পর থেকে আমরা শেষ পর্যায়ের কাজ করছি। মাঠের আগাছা পরিস্কার করা হচ্ছে। মাদ্রাসার অবকাঠামোগত নির্মাণ কাজ চলায় মাঠে জমে থাকা বিভিন্ন জিনিসপত্র, আবর্জনা পরিস্কার করা হচ্ছে। বুধবার (৮ সেপ্টেম্বর) এর মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে।
রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন । শিক্ষার্থীদের দীর্ঘদিন ক্লাসে ফিরে পেতে আমরা অপেক্ষা করছি।