রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ২১:৩২

চাঁদপুরে চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

মিজানুর রহমান
চাঁদপুরে চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. মোঃ নাসিম আখতারের পদত্যাগ দাবিতে গতকাল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ৪ ঘন্টা অবরোধ করায় সকল রুটে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল ১০টায় থেকে বেলা ২টা পর্যন্ত শিক্ষার্থীরা চাঁবিপ্রবির ক্যাম্পাস সন্মুখে সড়ক অবরোধ করে।

চাঁদপুর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ এবং পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ভিসির অপসারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করণীয় সম্পর্কে তাদেরকে অবহিত করেন। একই সাথে দুর্ভোগ লাঘবে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি সম্বলিত আবেদনের কপি দ্রুতই শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের জন্যে প্রশাসন আশ্বস্ত করেছেন। তাই তারা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। সারাক্ষণ পতিত ফ্যাসিবাদী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাটুকারিতায় ব্যস্ত থাকতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা ছাত্রলীগের সশস্ত্র নেতৃবৃন্দকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছেন ভিসি। ছাত্র আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন উপচার্য ড. মোঃ নাসিম আখতার। শিক্ষার্থীরা অনতিবিলম্বে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়