প্রকাশ : ২৫ জুন ২০২৪, ২১:৩৬
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি (সাধারণ) ও (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
|আরো খবর
অধ্যক্ষ মোঃ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিএমটি শাখার সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।
প্রভাষক মোঃ কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে মভাী বক্তব্য দেন বিদায়ী পরীক্ষার্থী সানজিদা আক্তার ও শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবু বকর ছিদ্দিক। গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী অন্বেষা মজুমদার।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত। এ সময় দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অতিথি মোঃ আনিছুর রহমান তালুকদারসহ অন্যান্য অতিথি, প্রতিষ্ঠানের শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।