রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১৭:২১

নারায়ণপুর ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২২ সালের ডিগ্রি (পাস) কোর্সের ২য় বর্ষ এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ জুন সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের সভাপ্রধানে এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি, কলেজ গভর্নিং বডির সদস্য মো. রাশেদ খান, কামরুজ্জামান মুন্সি কাকন, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের উচ্চ সিঁড়িতে উঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই একটি টেকসই জাতি গঠনে এইচএসসি স্তরের শিক্ষার্থীদের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি না হয়ে পাঠ্য পুস্তকের প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানান।

দোয়ার অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়