প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২০:৫৬
মতলব মডেল সপ্রাবির ভবন, শ্রেণি কক্ষ অপরিস্কার অপরিচ্ছন্ন
শ্রেণি কার্যক্রমেও বিশৃঙ্খলা
মতলব পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন ও ড্রেনেজ ব্যবস্থা অপরিস্কার-অপরিচ্ছন্ন। শ্রেণি কার্যক্রমেও রয়েছে চরম বিশৃঙ্খলা। যেন দেখার কেউ নেই। প্রশাসনিক ব্যবস্থা নেয়া জরুরি।
৩ জুন সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পশ্চিম পাশের নতুন ভবনের সিঁড়ির বাম পাশে পানি পান করার বেসিন অবহেলা ও অযত্নে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি জমে স্যাঁত স্যাঁতে হয়ে মশা ও আড়শোলার বাসস্থান। ওই ভবনের উত্তর পাশের বেসিনটিও অকেজো। এছাড়া একমাত্র টিউবওয়েলের সামনে পানি জমে থাকে। এছাড়াও সামনে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। ড্রেনে ময়লা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।
মতলব মডেল সপ্রাবির একাধিক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বিদ্যালয়ের এ দৈন্যদশা দীর্ঘদিনের। বিদ্যালয়ের বেসিনগুলো দীর্ঘদিন অকেজো অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের পানি পান করার জন্য টিউবওয়েল রয়েছে।
একাধিক অভিভাবক জানান, দীর্ঘদিন প্রধান শিক্ষককে অবগত করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। শ্রেণিকক্ষের ফ্যানগুলো ও টেবিলেও ময়লা আবর্জনা থাকে। পুরো বিদ্যালয়ে বেসিনগুলো ময়লা আবর্জনায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সময়মত শ্রেণি কক্ষে পাঠদানে যাচ্ছেন না একাধিক শিক্ষক।
মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষক সুইটি শিরিন জানান, আমি বিদ্যালয়ে এসে বেশ কয়েকবার বেসিনগুলো ঠিক করেছি। অতি শীঘ্রই মিস্ত্রি এনে এগুলো ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।