সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ২০:৩৬

মতলবে লিটল স্কলার্স একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে লিটল স্কলার্স একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ ও দাবা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২ মার্চ শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে ইংরেজি ভাষা কোর্স কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি, সাহিত্যিক ও সংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।

তৃতীয় অধিবেশনে দাবা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক, আন্তর্জাতিক রেটেড দাবারু ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকার।

কম্পিউটার প্রশিক্ষণ দেন জাতীয় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ (নিডসিটিসা) এর চেয়ারম্যান রোটা. সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিন ভ‚ইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি ভাষা কোর্সের প্রশিক্ষক চাঁদপুর ওঊখঞঝ সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আলাউদ্দিন পাটোয়ারী, মতলব সরকারি ডিগ্রি কলেজের ভ‚গোল বিভাগের প্রদর্শক অশোক কুমার রায়, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক সঞ্জয় দেবনাথ। বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির সহকারি শিক্ষক সুমন চন্দ্র সাহা, মোঃ মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোঃ ফারুক, মোঃ মাইন উদ্দিন প্রমুখ। উদ্বেধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়া। এ সময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়