সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:১২

মতলবে বোয়ালিয়া উবির সভাপতি উজ্জ্বল

মতলবে বোয়ালিয়া উবির সভাপতি উজ্জ্বল
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আল-আমিন হোসেন উজ্জ্বল নির্বাচিত হয়েছে।

আজ ৫ নভেম্বর বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে গোপন ব্যালটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত ম্যানেজিং কমিটি নির্বাচনে অ্যাডভোকেট মোঃ আল-আমিন হোসেন উজ্জ্বল ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আল মাহমুদ পেয়েছেন ৩ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভ‚মি) তাসনিম আক্তার, মতলব পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়