শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ২১:৩০

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া শাখার আয়োজন

২৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতা

মেহেদী হাসান
২৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ২৮তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর দিনব্যাপী উপজেলার কোয়া চাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কচুয়া উপজেলার প্রায় শতাধিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫ শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন।

জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোঃ খোরশেদ আলমের সার্বিক সহযোগিতায় এবং কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফের সভাপতিত্বে কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের জন্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান, কচুয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৫ পারা পর্ব, ১০ পারা পর্ব, ২০ পারা পর্ব এবং ৩০ পারা পর্ব গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের প্রথম সাত জন চাঁদপুর জেলা হিফজুল হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়