প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ২১:২৭
আমেরিকা ভিত্তিক সামাজিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’র শিক্ষা উপকরণ বিতরণ
মেধা এবং নৈতিকতার মিলবন্ধন থাকলেই ভালো শিক্ষার্থী হয়
------------------ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

আমেরিকা ভিত্তিক সমাজিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’ প্রতিবছর ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও ১৮০ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
|আরো খবর
- বিএনপির দু গ্রুপের সমাবেশ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড।। নিজ বাড়িতে মতবিনিময় সভায় মোস্তফা খান সফরী
- সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার
- চাঁদপুর পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা সভাপতির মতবিনিময় সভা
১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’ এর বাংলাদেশের কো-অর্ডিনেটর কম্পিউটার ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান শাওন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় তিনি বলেন, শুধু মেধাবী হলেই ভালো ছাত্র হয় না। মেধার সাথে সাথে নৈতিকতাও থাকতে হয়। মেধা এবং নৈতিকতার মিলবন্ধন থাকলেই ভালো শিক্ষার্থী বলা যাবে। যারা গুরুজনের কথা শোনে, মনোযোগ দিয়ে পড়া লেখা করে তারা নিশ্চয়ই সফল হবে। ওয়ান টেক ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ, এমন একটি আয়োজনের জন্য। মেধাবী তৈরীতে তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশরাফুর রহমান শাওন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা আক্তার, উক্ত বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, মহসিন ভূঁইয়া, কামরুন নাহার, জেসমিন আক্তার, নিগার সুলতানা, ইমাম হোসেন, সুলতানা রাজিয়া, রফিক মন্ডল, সুলেখা দত্ত, মাসুদ আলম ও সাখাওয়াত হোসেন।
ফরিদগঞ্জ এ.আর.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১৮০ জন মেধাবীকে এ বৃত্তি দেওয়া হয়। ওয়ান টেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার কাদের। তার সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছর এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়ে থাকে। গতবছর উপজেলার প্রত্যাশী আর.এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। আনোয়ার কাদেরের আমেরিকান হলেও তার পিতার বাড়ী ফরিদগঞ্জের ধানুয়া গ্রামে।