বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

মতলব ক্যামব্রিয়ান স্কুলের অভিভাবক সমাবেশ

মতলব ক্যামব্রিয়ান স্কুলের অভিভাবক সমাবেশ
রেদওয়ান আহমেদ জাকির

মতলব ক্যামব্রিয়ান স্কুলের নিজস্ব ক্যাম্পাসে সোমবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাধারণ শিক্ষা ও সহশিক্ষার মূল্যায়ন পরীক্ষার উত্তীর্ণ মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব ক্যামব্রিয়ান স্কুলের উপদেষ্টা ও মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজিব কৃষ্ণ বণিক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি, কবি ইকবাল হোসেন, মতলব বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান অপু। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ ডিএম আলাউদ্দিন। বক্তব্য রাখেন মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানী, অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হিমেল মুন্না। অভিভাবক সমাবেশের শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়