শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৫

কিশোর গ্যাং নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার
কিশোর গ্যাং নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার কিশোর গ্যাং নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোর গ্যাংয়ের ওই নেতার নাম শুপ্ত মাতাব্বর। এই কিশোর গ্যাং নেতা তরপুরচণ্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ নিয়ে যে কোন সময় অপৃতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল চলাকালীন সময়ে শুপ্ত মাতাব্বর তার দল নিয়ে বিদ্যালয় মাঠে প্রবেশ করে ও চিৎকার করে অশালীন ভাষায় কথা বলে । তাদের কথোপকোতনের মধ্যে একজন বলে উঠল টাকা চুরি করছি, সবাই সমান ভাগ নিবো, তুই বেশি নিবি কেন। এ নিয়েই তাদের মধ্যে বিদ্যালয় মাঠেই বাকবিতন্ডা হয়।

তাদের চেঁচামেচি চিৎকার দেখে প্রধান শিক্ষক বললেন তোমরা বাহিরে যাও। এখানে ক্লাস চলে, এক কথা বলতেই প্রধান শিক্ষককে সুপ্ত কিল ঘুষি মারতে থাকে এবং ওই শিক্ষকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি শিক্ষককে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেন।

এলাকাবাসী আরো জানান, ছাত্রলীগের পরিচয়ে কয়েকজন আছে তারা মাদক ও ইভটিজিং করে। তারা ছাত্রলীগ ও ইউনিয়ন চেয়ারম্যান এর লোক বলে পরিচয় দেয় এজন্য তাদের কেহ কিছু বলতে সাহস পায়না। এছাড়া ওরা কিশোরগ্যাং নেতা ও সদস্য বলে তাদেরকে অনেকেই ভয়ে কিছু বলে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার জানান, আমি খুব অসুস্থতা বোধ করছি। আমি এ বিষয়টি নিয়ে পরে কথা বলবো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্ত মাতাব্বর ও তার সহপাঠীরা পালিয়ে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়