প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:২০
তিতারকান্দি সপ্রাবির ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মতলব উত্তর উপজেলার তিতারকান্দি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি ফলক উন্মোচন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. শামসুল আলম।
|আরো খবর
দীর্ঘ ১২ বছর এই বিদ্যালয়টি টিনের ঘরের ছিল। যেখানে রৌদ্রের সময় কোমলমতি শিশুদের পাঠকার্যক্রম অনেক কষ্টদায়ক ছিল। পরিকল্পনা প্রতিমন্ত্রী কোমলমতি শিশুদের পাঠকার্যক্রমকে আরামদায়ক করতে সরকারের কাছ থেকে এই ভবনটির ব্যবস্থা করেন।
৩ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউপির তিতারকান্দিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রামকৃষ্ণ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহেরী ইয়াছমিন, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, তিতারকান্দি পূর্বপাড়া মন্দিরের সভাপতি বাবু ভক্ত প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল নাগ, ইউপি সদস্য শংকর বিশ্বাস, রনজিৎ প্রধান, প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তার, লাঙ্গলকোর্ট উপজেলা সহকারী শিক্ষা অফিসার শ্যামল কুমার।