শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৯:০৬

নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালন

নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালন
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে দিবসের কার্যক্রম শুরু করা হয়। সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে সকাল ১০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপ্রধানে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার ও আইসিটি বিভাগের প্রভাষক রবিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার মো. নাসির উদ্দন, নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য মো. কামরুজ্জামান কাকন মুন্সি, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবু, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শোক দিবসের আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিব উল্লাহ ভূঁইয়া।

এ সময় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়