প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:০১
চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
|আরো খবর
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে দেশের অন্যান্য মহানগর ও জেলা উপজেলায় শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক থাকবে।
গত ক’দিন ধরে বলতে গেলে একটানা বর্ষণ চলছে। এ বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারি মাত্রায়। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষাথীরা। পরিস্থিতির উন্নতি হওয়ার আশায় ছিল শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলো। কিন্তু বৃষ্টিপাত এমনই অবিরাম যে, শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধই ঘোষণা করতে হলো।
হাঁটু থেকে বুক পানিতে প্লাবিত হয়েছে চট্টগ্রাম মহানগরীর অনেক এলাকা। সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে কয়েকটি উঁচু সড়ক ব্যতীত সাধারণ সড়কগুলোতে যন্ত্রচালিত যানবাহনগুলোর চলাচল একপ্রকার বন্ধ। নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে কয়েক ঘণ্টা সময় লাগছে। চকবাজার এলাকার বাসিন্দা মো, গিয়াস জানান, আরও আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার দরকার ছিল। বুক সমান পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।