শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:৫৮

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৮৭.২৬ ভাগ জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী, হতাশায় ডুবিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৮৭.২৬ ভাগ জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী, হতাশায় ডুবিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

২৮ জুলাই সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ৩৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯ শত ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এতে ২ হাজার ৫ শত ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। অকৃতকার্য হয়েছে ৩ শত ৭৪ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ২শত ২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। এবারের ফলাফলে উপজেলা থেকে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জন জিপিএ -৫ অর্জন করলেও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ১৯ জন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে। শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নেয়। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন জিপিএ -৫ সহ শতভাগ সাফল্য অর্জন করে। শাহরাস্তি উপজেলায় সর্বোচ্চ ৪০ জন জিপিএ -৫ পেয়েছে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে । এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপজেলার সর্বোচ্চ ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এতে ১৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় মাত্র ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯৮.৩৮ ভাগ। এছাড়াও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করে। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৮ জন, পঞ্চগ্রাম আজিজুল রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, রাগৈ উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, সুয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও খিলা বাজার স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন করে শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করে।

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী সুচিপাড়া উচ্চ বিদ্যালয় সবাই কে হতাশ করেছে। বিগত বছরের ঐতিহ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠান। ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২২ জন কৃতকার্য হতে পেরেছে। উপজেলা সর্বোচ্চ ৫২ জন পরীক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে অকৃতকার্য হয়েছে যেখানে পাশের হার মাত্র ৭০.১১ ভাগ। এছাড়াও উপজেলাতে ভরাডুবি হয়েছে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের পাশের হার ৬১.৫৪ভাগ। স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয়ে সবাইকে হতাশ করেছে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাদের পাশের হার ৬১,২৩ ভাগ। শাহরাস্তি পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কাছে আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলেন অভিভাবক মহল। প্রতিবছরই পৌর শহরের বাহিরের কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে। এবারের ফলাফলেও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়