শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৩

পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেবিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য দোয়ার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি
পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেবিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য দোয়ার প্রস্তুতি সভা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে এই পর্যন্ত যে সকল শিক্ষক ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিদ্যালয় দু'টির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া করার প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল বিকেল ৫ টায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক ছাত্র পীরজাদা মাও. মো. আফসার উদ্দিন এর সভাপ্রধানে এবং পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. মোশাররফ হোসেন মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ,

সাবেক শিক্ষার্থী কামরুজ্জামান লিটন, মো.মঈনুল হোসেন, প্রভাষক মো. জাভেদ বকাউল, বিশিষ্ট সমাজসেবক মো. ওয়ালী উল্লাহ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, কামরুজ্জামান প্রধান, মাও. মো. সফিকুল ইসলাম, কৃষিবিদ মো. নজরুল ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ, মাও. মো. সালাউদ্দিন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদ্যালয়ের মৃত্যুবরণকারী শিক্ষক, ছাত্র এবং বর্তমান শিক্ষক ও ছাত্রদের জন্য দোয়ার আয়োজন করা, একটি স্মারণিকা প্রকাশ, পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের বিস্তারিত আলোচনা করেন। সভায় এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য বিশিষ্ট সমাজসেবক ও অত্র প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন মিয়াজীকে ধন্যবাদ জানান। প্রস্তুতি সভায় আগামী পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন এ দোয়ার তারিখ নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়