শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৯:২৫

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শিক্ষার্থীদের জন্যে খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে

----জেলা প্রশাসক কামরুল হাসান

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের জন্যে খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও ভালো করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং থেকে দূরে রাখে। কাজেই আমাদেরকে শিক্ষার্থীদের জন্যে খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। কারণ এরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহম্মেদ ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আঃ আজিজ শিশির, আব্দুল মান্নান, আব্দুল মতিন, মমিনুল হক, সুলতানা ফেরদৌস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনজিল হোসেন ও মোঃ আতিকুর রহমান মজুমদার।

ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল সংরক্ষণে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জামাল হোসেন চৌধুরী, আমিনা খাতুন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আতিক উল্লা ও মোঃ কামরুল হাসান পাটওয়ারী। ক্রীড়াসামগ্রী সংরক্ষণে ছিলেন প্রধান অফিস সহকারী মোঃ কামরুজ্জামান, অফিস সহায়ক মোঃ মাহাবুব আলম, নৈশপ্রহরী মোঃ জহিরুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী নীলা রাণী হরিজন, নিরাপত্তা প্রহরী মোঃ আবুল খায়ের, এমএলএস ভানু চন্দ্র দাস ও মোঃ শাওন হোসেন। আপ্যায়নে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ রেহানা ইয়াসমিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল মান্নান, দিপক কুমার ঘোষ, নাছিমা খানম, কিংকর চন্দ্র সাহা, মোঃ মোকবুল হোসেন, মোঃ মহসিন মিয়া, নার্গিস জামান, আয়েশা আক্তার ও আইসিটি শিক্ষক মোঃ কাউসার আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস, মোঃ মমিনুল হক সর্দার, সিনিয়র শিক্ষক মোঃ মনজিল হোসেন ও মোঃ আতিকুর রহমান মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়