বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:০৮

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পুণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

অনলাইন ডেস্ক
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পুণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামীকাল শনিবার ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি।

বিদ্যালয় প্রাঙণে আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে সকাল ৮টায় রেজিষ্ট্রেশনভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ৯টায় সকালের আপ্যায়ন, ৯টা ১০ মিনিটে প্রভাত সমাজকল্যাণ সংস্থার রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৯টায় আসন বিন্যাস, ৯টা ৪৫ মিনিটে আলোচনা সভা, ১১টায় স্মৃতিচারণ, দুপুর ১টায় নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজ, ২টায় স্মৃতিচারণ ও গুণীজন সংবর্ধনা, বিকাল ৪টায় বিনোদনমূলক ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭টায় র্যাফেল ড্র, সাড়ে ৭টায় বর্ণিল আতশবাজি, রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা।

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের লেখক ও শিক্ষা উপদেষ্টা জেসমিন মুননি, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পূণর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রত্নী ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা বেগম। এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন খান, চাঁদপুর মেসার্স ফারুক এন্ড মৃধা ব্রাদার্স এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মৃধা ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কাউসার খান।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী। বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সদয় আমন্ত্রণ জানিয়েছেন পুণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জামিল হোসেন ও সদস্য সচিব গাজী মোঃ মহসিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়