প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব
চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ ২০২৩ পালিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মু. জাহাঙ্গীর আলম ফরাক্কাবাদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
|আরো খবর
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ি নেতা এমআর শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, শিক্ষা মন্ত্রীর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু।
৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী,চাঁদপুর সদর থানা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত খান,ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা কবির ওসমানী,অভিভাবক প্রতিনিধি ইব্রাহিম খানসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বই উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিজি।
অতিথিবৃন্দ বলেন,উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে প্রায় এক যুগ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে উদ্যোগ গ্রহণ করেছিলেন।ছাত্রছাত্রীদের জন্য আজ খুশির দিন। নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে।