প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ২০:৩৬
কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, আবুল বাশার, এমদাদ হোসেন ও জাকির হোসেন, আবুল কাশেম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। একই দিন সকালে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন বাটা। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, হাসিনা পারভীন, জাহাঙ্গীর আলম সুমন সহ অনান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৪২ টি মাধ্যমিক বিদ্যালয়ে, ৩৬টি মাদ্রাসা, ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে, ১১০টি কিন্ডারগার্টেনে ব্যাপক আনন্দঘন পরিবেশে নতুন বই গ্রহন করে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। বই গ্রহনের জন্য শিক্ষার্থীদের সাথে ছুটে আসে অবিভাবকরাও ।