প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ২১:০৩
হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের ২৫ বছর পুর্তি উপলক্ষে রজতজয়ন্তী, পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আয়োজনে ২৪ ডিসেম্বর রবিবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকা মোড়ক উন্মোচন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মিয়া।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মিয়া বলেন, বিদ্যালয় একজন মানুষের ভবিষ্যতের ভীতকে নির্মাণ করে। এজন্য বিদ্যালয়ের প্রতি সকলের দায়বদ্ধতা থাকে। বিদ্যালয়ের উন্নয়নে সকলে নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পুরাতন ও নতুন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য এধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্র ইমরান হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান শিকদার, উপজেলা প্রেসক্লাব, সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক দিপু পাটওয়ারী, স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রাণী দাস এবং অমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক এর নের্তৃত্বে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার সদর আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক।
আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০২২ এর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে মত বিনিময়, অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান।