শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:০০

স্মৃতির আয়নায় কলেজ জীবনের প্রথম দিন

জান্নাতুল ফেরদাউস স্মৃতি

স্মৃতির আয়নায় কলেজ জীবনের প্রথম দিন
অনলাইন ডেস্ক

আমাদের প্রত্যেকের জীবনেই স্কুল, কলেজ, ভার্সিটির প্রথম দিনটি থাকে খুবই আনন্দমুখর। স্মরণীয় হয়ে থাকে এই দিনটি। কলেজ জীবনের এই দিনটিতে মিশে থাকে নতুনত্বের ছোঁয়া। মিশে থাকে আমাদের হাজারো আবেগ, অনুভূতি। ঠিক তেমনি আমার কলেজের প্রথম দিনটি ছিলো বিশেষ একটি দিন। এটি শুধুমাত্র একটি দিনই ছিলো না, এটি ছিলো আমার ভবিষ্যতের অনুপ্রেরণা, চালিকাশক্তির প্রথম ধাপ। এই দিনটি যেমন আনন্দঘন, স্মৃতিবিজড়িত ছিলো, তেমনি ছিলো ভীতিকর।

আমার কলেজের নাম চাঁদপুর সরকারি কলেজ। আমার জন্মস্থান কুমিল্লা জেলার লাকসাম উপজেলা হওয়ায় চাঁদপুর শহরের সবকিছুই ছিলো অচেনা। নতুন কলেজ, নতুন ক্লাস, নতুন সহপাঠী- সব মিলিয়ে যেমন আনন্দিত ছিলাম, তারচেয়েও বেশি ভয়ে ছিলাম। না জানি নতুন সহপাঠীরা কেমন হবে! কেমন আচরণ করবে আমার সাথে! খুবই চিন্তিত ছিলাম। তারপর ভয়ে ভয়ে কলেজে আসলাম। এসে কলেজের গেইটের ভেতরে ঢুকতেই এতো সুন্দর, মনোরম ফুলে ফুলে সুশোভিত নয়নাভিরাম ক্যাম্পাস ও পরিবেশ দেখে প্রাণটা যেনো জুড়িয়ে গেলো। সত্যি অসাধারণ এক অনুভূতি ভর করেছিলো সেদিন। তারপর ঘুরে ঘুরে কলেজের সবকিছু দেখতে লাগলাম এবং প্রথম দিনের স্মৃতি হিসেবে বেশ কয়েকটি ফটোগ্রাফিও করে রাখলাম সাথে।

এবার আসা যাক নতুন ক্লাসের কথায়। আমি আমার ক্লাসরুম চিনতাম না, তবে শুনেছিলাম কলেজ শহীদ মিনারের পেছনের ভবন-৩-এ আমার ক্লাস হয়। তারপর শহীদ মিনারের দিকে যেতেই দুজন মেয়ের সাথে দেখা আমার। তাদের কাছে জিজ্ঞেস করলাম দর্শন বিভাগের ক্লাস কোনটি। এরপর তারা আমাকে ক্লাসে নিয়ে গিয়ে তাদের সাথে প্রথম বেঞ্চে বসালো। তখন বুঝতে পারলাম তারা আমার নতুন সহপাঠী। তারা সত্যি অনেক ভালো, মিশুক ছিলো। অনায়াসে তাদের সাথে স্বস্তির সাথে ক্লাস করলাম। আনিস ফারদীন স্যার প্রথমদিন ব্যতিক্রমধর্মী একটা অসাধারণ ক্লাস নিলেন। ক্লাসে স্যার সবাইকে একটা ভিন্নধর্মী পরীক্ষার বিষয়বস্তু নির্ধারণ করলেন। প্রথমে কিছুটা ভয় পেলেও পরে খুব ভালো লেগেছিলো। এমন ক্লাস কার্যক্রমের সাথে পূর্বে কখনো পরিচিত ছিলাম না। স্যারের ক্লাসটি করে সেদিন সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছিলাম। স্কুল জীবনের স্যারদের সাথে যে কলেজের স্যারদের সাথে কিছুটা গুণগত পার্থক্য থাকে তা এই প্রথমবার অনুধাবন করলাম। স্যার তার ক্লাস কার্যক্রমের মাধ্যমে ক্লাসে আমার সকল সহপাঠীর সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর একটু জড়তা কাটিয়ে উঠলাম। প্রতিটা ক্লাস ছিলো খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য স্যারদের পাঠদানও বেশ ভালো লেগেছিলো সেদিন।

সেদিনই ক্লাসে কয়েকজনের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিলো আমার। নানা অনুভূতির সংমিশ্রণে প্রতীক্ষায় ছিলাম এই দিনটির জন্য।

প্রিয় জন্মভূমি লাকসাম ছেড়ে নতুন শহরে এসে প্রথমে অনেকটা খারাপ লাগলেও কলেজে আসার পর প্রতিটি দিনই ছিলো বেশ মজার এবং আনন্দের। নতুন কলেজ, নতুন সহপাঠী, শ্রদ্ধেয় শিক্ষকদের পেয়ে আমি সত্যি অনেক গর্বিত ও আনন্দিত।

জান্নাতুল ফেরদাউস স্মৃতি : অনার্স ১ম বর্ষ (সেশন : ২০২১-২০২২), দর্শন বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়