বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১২:০৮

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী-২০২৩ এর কমিটি ঘোষণা

আহবায়ক-রুহুল আমিন,সদস্য সচিব-সগির আহমেদ

মাহবুব আলম লাভলু
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের  পুনর্মিলনী-২০২৩ এর কমিটি ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রথম পুনর্মিলনী -২০২৩ উপলক্ষে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিন কে আহবায়ক, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান কে যুগ্ম আহবায়ক এবং সগির আহমেদ সরকার কে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

৪ নভেম্বর ( শুক্রবার) বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক আলোচনা সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করা হয়। পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার। সভায় ফান্ড সংগ্রহ, রেজিষ্ট্রেশন এবং অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়।

প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক কৃষিবিদ রুহুল আমীন বলেন, ১৯৩৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অদ্যবধি এই বিদ্যালয়টিতে কোন রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়েছি, স্কুলের বর্তমান শিক্ষক মন্ডলীদের সাথে আলাপ-আলোচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। । আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারব। সকলের আন্তরিক সহযোগিতায় কামন করেন কৃষিবিদ রুহুল আমীন।

এই ব্যাপারে সদস্য সচিব সগির আহামেদ সরকার বলেন, স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের নিকট যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়