বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ১১:৪৭

‘চাঁদপুর পরিবার, রাবি’র বার্ষিক পিকনিক ও নবীণ বরণ

অনলাইন ডেস্ক
‘চাঁদপুর পরিবার, রাবি’র বার্ষিক পিকনিক ও  নবীণ বরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও ভ্রাতৃত্বের সংগঠন ‘চাঁদপুর পরিবার,রাবি’-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ ও বার্ষিক পিকনিক শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুরের মাঠে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান সূচীর শুরুতেই সকাল ৯টায় ছিলো নবীণ বনাম প্রবীণ প্রীতি ক্রিকেট ম্যাচ। নবীন ব্যাচের ছেলেদের জন্য বিস্কুট দৌড়, আটার মধ্যে চকলেট অনুসন্ধান, মেয়ে শিক্ষার্থীদের জন্য চেয়ার খেলা, প্রজাপতি উড়ে খেলা এবং অতিথীসহ প্রবীণ ব্যাচদের জন্য কপালে টিপ পরাসহ বিভিন্ন আকর্ষণীয় খেলা ছিলো দিনভর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সন্তান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক প্রণব দাস রুমন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিউমেনেটিস বিভাগের শিক্ষক শোয়েব ইসলাম শাকিল।

মধ্যাহ্নভোজ শেষে নবীনদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। অতিথিরা নবীণ ব্যাচকে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন। পরিশেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠান, ক্রীড়া পর্বের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরিবারের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।

‘এসো মিলি মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠনটি কাজ করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে। শুরু থেকেই প্রতিবছর চাঁদপুর থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহযোগীতার পাশাপাশি চাঁদপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য ও সহযোগিতা, শিক্ষার্থীদের মেধাবিকাশ ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে সৃজনশীল প্রতিযোগিতা, ক্যাম্পাসে আগত নবীনদের সার্বিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সমস্যার সমাধানকল্পে নিয়মিত কাজ করে যাচ্ছে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থল এবং ইলিশের বাড়ির সংগঠনটি।নবনির্বাচিত কমিটি সংগঠনের ভ্রাতৃত্ববোধ ধরে রেখে সৃষ্টিশীল চিন্তা ও কর্মধারায় অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়