রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৫২

গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

সভাপতি আলী বেপারী সম্পাদক আতিক

প্রবীর চক্রবর্তী ॥
গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বাজারের মোট ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা সভাপতি ও সম্পাদকসহ মোট ১১টি পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১জনের মধ্য থেকে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি আলী আহমেদ মিয়াজীকে পরাজিত করে ব্যবসায়ী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হন আলী হোসেন বেপারী। সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান সজীব তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ও আব্দুর রহমান পাটোয়ারীকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন : সহ-সভাপতি অলিউল্লা বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির পাটোয়ারী, কোষাধ্যক্ষ আরিফ হোসেন খান, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, ফজলুল করিম মিজি, সুলতান আখন, নাছির শেখ ও সুমন খন্দকার।

ক্যাপশন : সভাপতি আলী বেপারী ও সম্পাদক আতিকুর রহমান সজিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়