সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক রাখতে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা

রমজানে বাজার নিয়ন্ত্রণে মাঠে থাকছে প্রশাসনের কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার
রমজানে বাজার নিয়ন্ত্রণে  মাঠে থাকছে প্রশাসনের কড়া নজরদারি

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ চলমান রাখতে চাঁদপুরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় পুরাণবাজার চেম্বার ভবনে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ইউরিয়া যুক্ত মুড়ি বেচাকেনা বন্ধ রাখতে হবে। খাদ্যপণ্যে রং ব্যবহার করা যাবে না। পুরাণবাজারের ১৭টি চালকলসহ কারখানাগুলো যাতে নির্দিষ্ট সময়ে বন্ধ ও চালু রাখে সেদিকে গুরুত্ব দেয়া হবে। এতে করে ইফতার ও সাহরির সময়সহ তারাবিহর সময়ে মসজিদগুলোতে লোডশেডিং এড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। পণ্যের অতিরিক্ত মুনাফা করা যাবে না। এতে করে গরিব অসহায়রা সবাই রমজানে দ্রব্যমূল্য ক্রয়ে স্বস্তি পাবেন। বাজার ঠিক রাখতে আমি সবার সহায়তা চাই। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, দুর্ঘটনা এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকার রাস্তাসহ গতিবিধি লক্ষ্য রাখার মতো ভালো মানের সিসি ক্যামেরা লাগাতে হবে। আর সেই সিসি ক্যামেরার ভিডিও অন্তত ১ মাস রাখার মতো স্টোরেজ ব্যবহার করতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র দোকানগুলোতে রাখুন। ব্যাংক বা এজেন্টে লেনদেন করার সময় একা না গিয়ে বিশ্বাসযোগ্য ২/৩ জন একসাথে যান। মুনাফা লাভের জন্যে পণ্য সংকট সৃষ্টির সুনির্দিষ্ট খবর পেলেই ব্যবস্থা নেবো।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাইনুল ইসলাম কিশোর, হাজী লিয়াকত হোসেন পাটোয়ারী, হযরত আলী, নাজমুল আলম পাটোয়ারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, নিরাপদ খাদ্য দপ্তরের জেলা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম, সরিষার তৈল মিল মালিক সমিতির নাসির খান, চাল ব্যবসায়ী সমিতির সফিউদ্দিন স্বপন পাটোয়ারী, হাজী মোতালেব মৃর্ধা, মুড়ি চিড়া খেজুর বিস্কুট চানাচুর ব্যবসায়ী হাজী মো. শহীদ লস্করসহ অন্যরা।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনতা ফুডের আবুল কালাম আজাদ, ভোজ্য তেল, আটা, ময়দা, চিনি ও ডালের পাইকারি ব্যবসায়ী বেঙ্গল ট্রেডিংয়ের নেপাল সাহা, মেসার্স সুভাষ পোদ্দারের সুবল পোদ্দার, পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলু, চাঁদপুর জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া, রেস্তোরাঁ ব্যবসায়ী আসলাম তালুকদার, পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, পাইকারি মুড়ি ব্যবসায়ী কার্তিক চন্দ্র, মসলা ব্যবসায়ী মেসার্স সুখরঞ্জন রায়ের সুশান্ত রায় লিটন প্রমুখ।

এ সময় অন্যান্য ব্যবসায়ীও উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়িক বিভিন্ন সেক্টরের নেতারা তাদের মতামত তুলে ধরেন এবং রমজানে পণ্য সংকট সৃষ্টি করবেন না ও সীমিত লাভে পণ্য বিক্রির অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়