প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬
সোনালী আঁশ পাটের বিক্রয় মূল্য হতাশাজনক
পাট চাষী হতাশ
সোনালী আঁশ পাটের বিক্রয় মূল্য কম হওয়ায় পাট চাষীরা হতাশ।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাট চাষীদের বেশির ভাগই পাটের ফলন ঘরে তুলে তা বিক্রির জন্য প্রস্তুতি কার্যক্রম শেষ করেছেন।ইতিমধ্যে অনেক পাট চাষী সোনালী আঁশ পাট।হাট বাজারগুলোতে বিক্রি শুরু করেছেন তাদেরই একজন ।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামের পাট চাষী আব্দুল গফুর তার জমিতে রোপনকৃত সোনালী আঁশ পাট বিক্রি করতে গিয়েছিলেন,৭ সেপ্টেম্বর ভোরে ঢাকা জেলার দোহার উপজেলা জয়পাড়া সোনালী আঁশ পাটের হাটে। তিনি জানান,মেস্তা পাটপ্রতি মন ১৫ শত টাকাও বগি পাট প্রতিমন ২৫ শত টাকায় বিক্রয় করেছেন।তিনি আরো জানান,জমিতে পাট বীজ রোপন, পরিচর্যা, কর্তন, পচন, পাট গাছ হতে সোনালীআশ সংগ্রহ,ধৌত ও রোদে শুকানো , বাজার জাত করণ পর্যন্ত যে পরিমাণে অর্থ খরচ হয়েছে,সে হারে পাটের মূল্য না হওয়ায় পাট চাষিরা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বগি পাট বিক্রয় করে জমির খরচ উঠলে ও মেস্তা পাট চাষ করে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন । পাটের জমিতে পাট চাষে যে পরিমাণ খরচ সে অনুযায় পাটের দাম না পাওয়ায় পাট চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে।সোনালী আঁশ পাটের দাম বৃদ্ধি না হলে কৃষক পাটের চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন।