রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১৯:৩০

ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি ও পদাবিকের ঋণ বিতরণ

ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি ও পদাবিকের ঋণ বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও পদাতিকের ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার(৬জুলাই) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়েছে।

উপজেলার পশ্চিম গোবিন্দপুর বিএসএস এর ৪৫ জন সদস্যদের মাঝে ১০ লক্ষ ৩৭ হাজার টাকা আবর্তক কৃষি ঋণ বিতরণ করা হয়।

একই দিন পল্পী দারিদ্র্য বিমোচন কর্মসূচি (পদাতিকের) অধিনে উপজেলার দক্ষিণ রূপসা বিত্তহীন পুরুষ দলের মাঝে ২ লাখ ৬১ হাজার টাকা ঋণ বিতরণ করেন ১০ জন্য সদস্যদের মাঝে। প: বদরপুর পুরুষ দলের ২০ জন সদস্যদের মাঝে ৭ লাখ ৩৫ হাজার টাকা ঋণ এবং উপজেলার প: চাঁদপুর পুরুষ দলের ১৪ জন সদস্যদের মাঝে ৫লাখ ২১ হাজার ঋণ বিতরণসহ মোট ২৫ লক্ষ ৫৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মনিরুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন গাজী, পরিদর্শক আজাদুর রহমান রহমান।

সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য। তিনি আপনাদের বিনা জামানতে আপনাদের মাধ্যমে ঋণ দিচ্ছেন। আপনারা এর সঠিক ব্যবহার করে নিজেরা স্বাবলম্বী হোন এবং অন্যদেরকে ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেন সঠিক সময়ে ঋণ পরিশোধ করে। দেশের আজকের এই উন্নতির পিছনে আপনাদেরও অবদান রয়েছে। দেশের দারিদ্র্যের হার কমেছে। এখন আর কোন মানুষ না খেয়ে মরেনা। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাব ও সঠিক নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়