শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ১৯:৫৫

কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ নারী-পুরুষ গ্রেফতার

মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান
কচুয়ায় বিপুল পরিমাণ মাদকসহ নারী-পুরুষ গ্রেফতার

কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাড়ে ১০কেজি গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিলসহ মমতাজ আক্তার বনি মজিদ (২৬) ও আব্দুল কাদের (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস. আই তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় চাঁদপুরগামী রিলাক্স ও বোগদাদ বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মমতাজ আক্তার বনি মজিদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও দেলোয়ার হোসেনের কাছ থেকে দেড় কেজি গাঁজাসহ ২০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মমতাজ আক্তার বনি মজিদ বাগেরহাট জেলার মোংলা থানার কানাইনগর গ্রামের আব্দুল মজিদ গাজীর মেয়ে ও আব্দুল কাদের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তারা দীর্ঘদিন নিরাপদ রুট হিসেবে কুমিল্লা টু চাঁদপুর সড়কে মাদকের চালান আনা নেওয়া করে আসছে এমনি গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়