বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৫:৪৫

মতলব উত্তরে ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন।। আটক ১

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন।। আটক ১

মতলব উত্তর উপজেলায় ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। বুধবার (৩০ জুলাই২০২৫) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন সরকার (৪৫) ব্রাহ্মণচক গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। এ বিষয়ে একজনকে আটক করেছে পুলিশ। মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাতক চাচার নাম ফারুক সরকার (৫২)। তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

স্থানীয়ারা জানান, মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার নামের এক ব্যক্তি একটি এনজিও 'ব্যুরো বাংলাদেশ' থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না। এ নিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে ভাতিজা মাইনুদ্দিন তার চাচা ফারুক সরকারকে কিস্তি শোধের কথা বললে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক সরকার কিল-ঘুসি মারলে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগম জানান, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে তাদের ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা উত্তোলন করেন। কিস্তির লোকজন টাকার জন্যে আমাদের চাপ দেয়। বুধবার (৩০জুলাই) রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চাইলে তার ওপর আক্রমণ চালায় ফারুক এবং আমার স্বামীকে খুন করে। আমি হত্যাকারীর বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্যে ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্যে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়