শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

লাশ হাসপাতালে রেখে ছেলের পলায়ন

মতলবে জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

মতলব ব্যুরো
মতলবে জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু
মৃত আঃ সোবহান প্রধান

জমি লিখে না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর বুধবার বেলা ১২টা ৪০মিনিটে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের প্রধানীয়া বাড়িতে। এলাকাবাসী ও পরিবারের স্বজনরা জানান, লুধুয়া গ্রামের আঃ সোবহান প্রধানের ছেলে সৌদি প্রবাসী নোমান (২৮) বাপের জায়গা-জমি নিজের নামে লিখে নিতে চায়। এতে আঃ সোবহান প্রধান রাজি না হওয়ায় দুজনের মধ্যে তর্কবিতর্ক থেকে হাতাহাতি হয়। এতে এক পর্যায়ে নোমান ক্ষিপ্ত হয়ে পিতা আঃ সোবহান প্রধানের বুকে ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোঃ মোশারফ হোসেন জানান, হাসাপতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে সাথেই নোমান পালিয়ে যায়। অন্য ছেলেরাও লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ বছর পূর্বে আঃ সোবহান প্রধানের স্ত্রী শিরিন বেগম মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই তিন ছেলে জামান (৩৫), নোমান (২৮) ও জাহিদ (২২) বাপের সম্পত্তি লিখে নেওয়ার জন্যে নানানভাবে চেষ্টা চালায়। খোকন প্রধান এতে সায় দেননি। ছেলেরা কেউই বাবার কোনো খোঁজ খবর নেয়নি ও ভরণ পোষণ দিতো না। সম্প্রতি মেঝো ছেলে নোমান সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেন। এরপর থেকেই বাবার সম্পত্তি লিখে নেওয়ার জন্যে সে বেপরোয়া হয়ে উঠে। বুধবার সম্পত্তি লিখে নেওয়ার জন্যে পিতা আঃ সোবহান প্রধানকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, সম্পত্তি লিখে নেয়ার জন্যে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। ঘাতক ছেলে পলাতক। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়