প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:০০
বড়স্টেশনে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০, এলাকা থমথমে
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড পর্যটন এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, যুবদল নেতা শাহআলমের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
সংঘর্ষের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শহররক্ষা বাঁধ বেষ্টিত বড়স্টেশন মোলহেড পর্যটনস্থানে রেলওয়ের জায়গা গুলোতে অসংখ্য দোকানপাট এবং শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড রয়েছে। অবৈধভাবে গড়ে উঠা লাভজনক এসকল দোকানপাট এবং শিশুদের বিনোদনের রাইডগুলোতে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভোগদখল করে আসছিল। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর ওই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সবাই ওই এলাকার নিয়ন্ত্রণ থেকে সটকে পড়ে।
এই সুযোগে এ এলাকার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মি মরিয়া হয়ে ওঠে। এতে ৭ নং ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ছাত্রদল,ওয়ার্ড যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিরোধে জড়ায় এবং তাদের মাঝে তর্কবিতর্ক থেকে সংঘর্ষ বেধে যায়।
এখানকার অবৈধ স্থাপনাগুলো দখল এবং নিয়ন্ত্রণে নিতে গিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এখন দুটি ভাগে বিভক্ত বলে জানা গেছে।