সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৪:০৭

চরমেশায় জুয়ার আসর জমজমাট

সোহাঈদ খান জিয়া

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেশায় জুয়ার আসর জমজমাট আকার ধারণ করেছে।

জানাযায়, প্রতিদিন মাগরিবের নামাজের পর পর এক শ্রেণির পেশাদার জুয়াড়ি চরমেয়াশা গ্রামে ভিড় করে জুয়া খেলার জন্য।

স্থানীয় মিজান পাটোয়ারী, প্রদীপ চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, মৈশাদীর লিটন মিজি, ইসমাইল পল্টু,রনজা ও মানিকের নেতৃত্বে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা চলে আসছে। এরা প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়নি।

জুয়া খেলাকে কেন্দ্র করে গত কয়েক দিন আগে চরমেয়াশা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জুয়ার প্রতি স্থানীয় দিন মজুর ও মাছ বিক্রেতারা বেশি আসক্ত বলে জানাযায় । এরা তাদের উপার্জনকৃত টাকা জুয়া খেলায় ব্যয় করে খালি হাতে ঘরে ফিরে যায়।এতে করে তাদের সংসারে অশান্তি লেগে রয়েছে। আর যুবকরা ও জুয়া খেলার প্রতি আগ্রহ হয়ে পড়েছে। দিন দিন জুয়ার আসরের সংখ্যা বৃদ্ধি পেয়ে আসছে। চরমেয়াশা গ্রামের জুয়ার আসর নিয়ে একাধিকবার দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশ হলে কিছু দিন খেলা বন্ধ থাকে। আবার পুনরায় খেলা চলে থাকে।

এব্যাপারে মিজান পাটোয়ারীর সাথে মোবাইল ফোনে পরিচয় দিয়ে জুয়ার কথা বললে তিনি ফোন কেটে দেন।বারবার ফোন দেওয়ার পর ও তিনি ফোন রিসিভ করেন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়