সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

মতলবে আবাসিক হোটেলে প্রবাসীর মরদেহ উদ্ধার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে আবাসিক হোটেলে প্রবাসীর মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারের সাবেক ফেরীঘাট এলাকায় আজমিরি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ (২২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্র জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে হোটেল কর্মচারী ঝাড়ু দিতে গিয়ে ওই কক্ষটি বন্ধ দেখে বেশ কয়েকবার দরজা নক করে। এতে কক্ষের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সে চলে যায়। ঘন্টা খানেক পরে আবার সে কক্ষটি পরিষ্কার করার জন্য দরজায় নক করে। তাতেও কোন সাড়া শব্দ না পেলে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ওয়ার্কসপের কর্মচারী দিয়ে দরজা হ্যাজবোল্ট কেটে রুমে ঢুকে হিমেল আহমেদ শুভর মরদেহ দেখতে পায়।

আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার বাবর আলী জানায়, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে হিমেল আহমেদ শুভ আজমিরি হোটেলের ১৯ নম্বর কক্ষটি ভাড়া নেয়। গত শুক্রবার রাতেও হিমেল আহমেদ শুভ আজমিরি হোটেল ভাড়া ছিল। তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের মিজি বাড়ি। তার পিতার নাম খোকন। ওই যুবকের বাবা খোকন প্রধান বলেন, নয় মাস আগে আমার ছেলেকে দুবাই পাঠিয়েছি। আমরা তো জানি আমাদের ছেলে দুবাই আছে। কোনোদিন বাংলাদেশে এসেছে তাও আমরা জানি না।

উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুলল ইসলাম বলেন, তাকে বমিরত অবস্থায় বিছানায় উপুর হয়ে পড়ে আছে। এছাড়া মোবাইলে ছবি দেখে বুঝা গেছে বিদেশে সে গাড়ির ড্রাইভিং করতো ।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সে বিষক্রিয়ায় মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়