প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ২১:৩২
র্যাবের অভিযানে ২৫ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র্যাব-১০-এর অভিযানে এক সাপুড়ের কাছ থেকে ২৫ হাজার ৭১ পিচ ইয়াবা জব্দ করে। ওই এলাকার সাপুড়ে আসলাম (৫৪) নামে একজনকে আটক করেছে। ১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকা থেকে সাপুড়ে আসলাম( ৫৪)কে আটক করে র্যাব-১০।
|আরো খবর
র্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একজন সাপুড়ে তার সাপুড়ে পেশার আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় সাপুড়ে আসলামকে আটক করে তার দখলে থাকা সাপের বাক্স তল্লাশী করে দেখা যায়, সাপের বাক্সের মধ্যে উপরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে তৈরি করা বক্সে থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, সাপুড়ে আসলাম দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। সে লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের আবুল হাশেমের ছেলে। শ্রীনগর থানায় আসলামের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয়েছে।