মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ মে ২০২২, ২২:১৪

বাবুরহাট বিসিকে নকল পণ্য উৎপাদন করায় আরিয়ান ফুডকে জরিমানা

বাবুরহাট বিসিকে নকল পণ্য উৎপাদন করায় আরিয়ান ফুডকে জরিমানা
অনলাইন ডেস্ক

চাঁদপুর বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবৈধভাবে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।

গতকাল ৩০ মে সোমবার দুপুরে আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তাদের সিরকা উৎপাদনে বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল পণ্য টেস্টি স্যালাইন উৎপাদন করায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি এ অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর ( ইন্টিলিজেন্স) মো. এনামুল হক এবং সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়